Genesis - Fictional Narrative
Production
Book
“Genesis”
MSJ
11432
Fictional
Narrative Production
Spring
2022
Submitted To
Mohammad
Shazzad Hossain
Assistant Professor
Department of Media Studies and Journalism
University of Liberal Arts Bangladesh
Group Member
Istian Bin Mohi (151012029)
Shamin Salman Khan (151012079)
Krishna Gopal Basak (181012015)
Md. Hasanuzzaman (181012037)
Submitted
by
Krishna Gopal Basak (181012015)
Table of
Contents
Script:-10
Individual
Reaction Paper with peer assessment:
Production Type:
Short Film (fiction)
6 minutes 54
seconds
Background:
GENESIS- is a story
of boy who born in a Hindu family but brought by a Muslim family by a Muslim
Parents. He born in a priest family but his mother died and brought up by a
very Islamic family. He is a great example of different culture. Because he
brought up by an Islamic family he taught Islamic culture but been born by a
Hindu Priest father he also been taught that Hindu Culture too. And after being
brought up his biological father have taken him away.
Cultural difference
is the very old thing in our country. Though Bangladesh is a Muslim country by
the majority but in our country majority, minority, different religion and
cultural people lives together all together. But in recent past this communal
relation is in a great risk. So our objective is to shown that different
religion and cultural people can live and take one another culture and live
happily and communal relation.
Key Message:
The key message of
the film GENESIS is that different culture and different religion people can
live all together in a communal relation and humanity matters the most.
Secondary
Message:
Secondary message
for the film GENESIS is people can also take culture from other culture people
and make their own. Anyone can practice other culture.
Target
Audience:
Our target audience
is female and male both of the age group of in between 20-60. Because the young
will learn from the film that multiculturalism and the aged will learn to
normalize it.
Significant
of the project:
Significant of the
film is the story of the film. The story shows it’s okay to be live in communal
society. It’s okay to be maintain a great relation with other religions people
maintain your own religion. It teaches us to respect other religion. And the
most significance is the humanity.
Pre-Production:
Script 1st
Draft:
পরিচয়
রচনা
সামিন
সালমান খান
Synopsis
একটি মধ্যবিত্ত মুসলিম পরিবারে একটি আট-দশ বছরের
একটি ছেলে “আবির” বেড়ে উঠছে। যে কিনা তার বাবার ধর্মেকে অনুসরণ করছে। বাবা তাকে
হিন্দু ধর্ম শেখানোর জন্য মন্দিরে পুরোহিতের কাছে নিয়ে যাচ্ছে। ছোট পরিবারের জীবন
খুব সুখে শান্তিতে যাচ্ছিল। হঠাৎ করে তাদের জীবনে একটি পরিবর্তন আসে। পুরোহিত বাচ্চাটিকে
নিতে আসে যে কিনা বাচ্চার আসল বাবা। সিরাজ সাহেবের ওয়াইফ ফারজানা বেগম বাচ্চাটিকে
দিতে অমত পোষণ করে।এবং সে একটি মানসিক ট্রমায় মধ্যে পড়ে যায়।
Script
Fade In
দৃশ্য
১:
বাহির- মসজিদ- দিন
মসজিদের মাইকে যোহরের
আযান হচ্ছে।
আল্লাহু আকবার-আল্লাহু আকবার
আল্লাহু আকবার-আল্লাহু আকবার
আশহাদু-আল লা- ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু-আল লা- ইলাহা ইল্লাল্লাহ
আযান শেষ হবার পরে
মধ্যবয়স্ক একজন পাঞ্জাবি-পায়জামা টুপি পরা লোক, সিরাজ তার আট-নয় বছরের
ছেলে “আবিরকে” নিয়ে মসজিদের দিকে যাচ্ছে, সেও পাঞ্জাবি-পায়জামা টুপি
পরিহিত। মসজিদের সিঁড়িতে এসে দুইজন সেন্ডেল খুলে মসজিদের ভিতরে প্রবেশ করে। বাবা
সুন্নত নামাজ আদায় করছে আবির বসে আছে, বাবা যখন সেজদায় যায় তখন আবির তাকে দেখে
সেও সেজদায় যায়। সে বাবাকে অনুসরণ করতে থাকে। বাবা সালাম ফিরিয়ে আবির দিকে
তাকিয়ে একটি হাসি দেয়।
Cut to
দৃশ্য
২:
বাহির- মন্দির - দিন
বাবা ও ছেলে হেঁটে হেঁটে
একটা মন্দিরের গেট দিয়ে ডুকছে বাবার পরনে পাঞ্জাবি পাজামা টুপি এবং ছেলে শার্ট
প্যান্ট পরিহিত, তারা গেট দিয়ে ডুকছে। আবির মন্দিরে প্রবেশ করার সময় মন্দিরের
পরিবেশ দেখে বাবাকে প্রশ্ন করছে।
ছেলে
বাবা আমরা মন্দিরে যাচ্ছি কেন?
বাবা
একজন লোকের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিতে।
এই মন্দিরের পুরোহিত
তখন পূজা অর্চনা করে বের হচ্ছে তাদের দেখতে পেয়ে তাদের কাছে এগিয়ে আসে। পাঞ্জাবি
পরা লোকটি তাকে দেখে সালাম দেয় এবং পুরোহিত নমস্কার বলে আবিরের মাথায় হাত বুলিয়ে
দেয় এবং আবিরকে কাছে টেনে বুকে নিয়ে বাবা টির দিকে তাকায়। বাবাটি ও তাকে দেখে
একটি স্বাভাবিক স্বস্তির হাসিতে বলে।
বাবা
আপনি ওকে নিয়ে যান আমি বাইরে অপেক্ষা করছি।
Cut to
দৃশ্য
৩:
অভ্যন্তর - মন্দির - দিন
পুরোহিত তার কথা শুনে
খুশি হয়, আবিরকে নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করে। আবিরকে নিয়ে পুরোহিত প্রতিমার
সামনে বসে। পূজারী আবিরকে পাশে বসিয়ে সে কালী মায়ের পূজা করে আবিরের কপালে
পূজার টিকা দিয়ে দেয়। আবির পূজার সময় প্রতিমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে
থাকে।
Fade In
দৃশ্য
৪:
অভ্যন্তর - বাড়ি - দিন
ফারজানা বেগম তার কোলের দিকে স্মিত
হেসে তাকিয়ে আছে। তার কোলে একটি শিশু কান্না করছে।
Cut to
দৃশ্য
৫:
অভ্যন্তর - মন্দির - দিন
আবির পুরো মন্দিরের
ভেতরটা আগ্রহ নিয়ে দেখছে। পুরোহিত পিছন পিছন তাকে সঙ্গ দিচ্ছে।
Cut to
দৃশ্য
৬:
অভ্যন্তর- বাসা- রাত
বাবা ছেলে রাস্তা দিয়ে
হেটে বাসার দিকে আসছে। বাবা একটু বিষণ্ণ মনে ছেলেকে নিয়ে হাঁটছে। তারা দুইজন গেট
দিয়ে ঢুকে দরজার সামনে এসে বেল দেয়। একজন ৩০/৩২ বয়সে শাড়ি পরিহিত মহিলা
দরজা খুলে সিরাজের ওয়াইফ জাহানারা বেগম, তার ছেলে এবং জামাইকে দেখে খুশি হয় এবং
ছেলেকে বুকের সাথে জড়িয়ে নেয়। এইসময় লোকটি দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে বিষন্ন
মনে এখান থেকে রুমে চলে যায়। এটি দেখে মা আবিরকে প্রশ্ন করে,
মা
কোথায় গিয়েছিলি তোরা বাবা?
ছেলে
বাবা আমাকে একটা মন্দিরে নিয়ে গেছিল মা।
জাহানারা বেগম কথাটি শুনে
নিশ্চুপ হয়ে যায় এবং তার চেহারায় বিষন্নতা দেখা দেয়।
Cut to
দৃশ্য
৭:
অভ্যন্তর- বাসা- রাত
ফারজানা বেগম তার ছেলেকে
কোলে নিয়ে ঘুমাচ্ছে, পাশে তার স্বামী। তার চেহারা খুব বিমর্ষ। সে তাকিয়ে আছে,
ড্রেসিং টেবিলে ল্যাম্পের নিচে রাখা তাদের ফ্যামিলি অ্যালবামের দিকে। যখন সে প্রথম
মা হয়েছে তার সে হাসিমুখ ছবির ভেতর আটকে আছে।
Cut to
দৃশ্য
৮:
অভ্যন্তর- বাসা - দিন
মা ছেলেকে পড়াচ্ছে। সেই
সময় ঘরের বেল বেল বেজে ওঠে,
মা
বলে তোর বাবা আসছে হয়তো।
আবির কথা শুনে দৌড়ে
গিয়ে দরজা খুলে দেখতে পায় সেই পুরোহিত লোকটি এবং জাহানারা বেগম রুম থেকে উকি
দিয়ে আবার রুমের ভিতর এসে বলে।
মা
উনাকে বসতে বল বাবা
মা বোরকা এবং নিকআপ পড়ে
ড্রয়িংরুমে আসে। পুরোহিত তাকে জিজ্ঞাসা করে,
পুরোহিত
সিরাজ ভাই নেই?
মা
উনার তো এখনই আসার কথা আপনি একটু বসুন চলে
আসবে।
এই বলে আবিরের মা এখান
থেকে রান্নাঘরে যায় পুরোহিতের জন্য নাস্তা তৈরি করতে। আবিরকে পন্ডিত পাশে বসা
অবস্থায় মাথায় হাত দেয়। সিরাজ সাহেব তখনই বেল দেয়। আবির উঠে দৌড়ে দরজা খুলে
খুলে দেয়।
আবির
বাবা এসে গেছে
সিরাজ সাহেব বাসায়
প্রবেশ করেই পুরোহিতকে দেখতে পেয়ে হঠাৎ তার মনের মধ্যে একটি যন্ত্রণাদায়ক
কষ্ট তৈরি হয় কিন্তু সে হাসিমুখে বলে
সিরাজ
আপনি কখন এসেছেন।
পুরোহিত
একটু আগেই।
সিরাজ সাহেব পাশের সোফায়
গিয়ে বসেন এবং বাচ্চাটি তার পাশে এসে গা ঘেসে বসে। অপরদিকে রান্নাঘরে শরবত গোলাতে
গোলাতে জাহানারা বেগম ড্রইংরুমের দিকে বারবার লক্ষ করছে এবং শরবতের পানি জোরে
ঘুরানোর কারণে গ্লাসের উপর দিয়ে পড়ে যাচ্ছে। সে ভিতর কথা বোঝার চেষ্টা করছে।
একসময় তার হাত থেকে গ্লাসটি পড়ে ভেঙে যায় এবং গ্লাসের পানি সারা
রান্নাঘরে ছড়িয়ে পড়ে জাহানারা বেগম চুপচাপ হয়ে যায়।
Cut to
দৃশ্য
৯:
অভ্যন্তর- রাস্তা - দিন
ফাঁকা রাস্তা দিয়ে
পুরোহিত এবং আবির হেঁটে যাইতেছে। পুরোহিতের বাম হাতে ব্যাগ এবং ডান হাত দিয়ে
ছেলের বাম হাত ধরে রেখেছে দুইজন হেঁটে নিস্তব্ধ রাস্তা দিয়ে চলে যাচ্ছে।
Script Breakdown
Fade
In
দৃশ্য
১:
বাহির-
মসজিদ- দিন
মসজিদের মাইকে যোহরের আযান হচ্ছে।
---------------------------------------------------------------------------------------------------------------------
আল্লাহু আকবার-আল্লাহু
আকবার
আল্লাহু আকবার-আল্লাহু
আকবার
আশহাদু-আল লা- ইলাহা
ইল্লাল্লাহ
আশহাদু-আল লা- ইলাহা ইল্লাল্লাহ
---------------------------------------------------------------------------------------------------------------------
আযান
শেষ হবার পরে মধ্যবয়স্ক একজন পাঞ্জাবি-পায়জামা
টুপি পরা লোক, সিরাজ তার আট-নয়
বছরের ছেলে “আবিরকে” নিয়ে মসজিদের দিকে যাচ্ছে, সেও পাঞ্জাবি-পায়জামা টুপি পরিহিত। মসজিদের সিঁড়িতে এসে দুইজন সেন্ডেল খুলে মসজিদের ভিতরে প্রবেশ করে। বাবা
সুন্নত নামাজ আদায় করছে আবির বসে আছে, বাবা যখন সেজদায় যায় তখন আবির তাকে দেখে
সেও সেজদায় যায়। সে বাবাকে অনুসরণ করতে থাকে। বাবা সালাম ফিরিয়ে আবির দিকে
তাকিয়ে একটি হাসি দেয়।
Cut to
---------------------------------------------------------------------------------------------------------------------
দৃশ্য
২:
বাহির-
মন্দির - দিন
বাবা ও ছেলে
হেঁটে হেঁটে একটা মন্দিরের গেট দিয়ে ডুকছে
বাবার পরনে পাঞ্জাবি পাজামা টুপি
এবং ছেলে শার্ট প্যান্ট পরিহিত, তারা গেট
দিয়ে ডুকছে। আবির মন্দিরে প্রবেশ করার সময় মন্দিরের পরিবেশ দেখে বাবাকে প্রশ্ন
করছে।
---------------------------------------------------------------------------------------------------------------------
ছেলে
বাবা আমরা মন্দিরে যাচ্ছি
কেন?
বাবা
একজন লোকের সাথে তোমাকে
পরিচয় করিয়ে দিতে।
---------------------------------------------------------------------------------------------------------------------
এই
মন্দিরের পুরোহিত তখন পূজা অর্চনা
করে বের হচ্ছে তাদের দেখতে পেয়ে তাদের কাছে এগিয়ে আসে। পাঞ্জাবি পরা লোকটি তাকে দেখে সালাম দেয় এবং পুরোহিত নমস্কার বলে
আবিরের মাথায় হাত বুলিয়ে দেয় এবং আবিরকে কাছে টেনে বুকে নিয়ে বাবা টির দিকে
তাকায়। বাবাটি ও তাকে দেখে একটি স্বাভাবিক স্বস্তির হাসিতে বলে।
বাবা
আপনি ওকে নিয়ে যান আমি
বাইরে অপেক্ষা করছি।
Cut to
---------------------------------------------------------------------------------------------------------------------
দৃশ্য
৩:
অভ্যন্তর
- মন্দির - দিন
পুরোহিত তার কথা শুনে খুশি হয়, আবিরকে নিয়ে মন্দিরের ভেতরে
প্রবেশ করে। আবিরকে নিয়ে পুরোহিত প্রতিমার
সামনে বসে। পূজারী আবিরকে পাশে বসিয়ে সে কালী
মায়ের পূজা করে আবিরের কপালে পূজার টিকা
দিয়ে দেয়। আবির পূজার সময় প্রতিমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে।
Fade In
---------------------------------------------------------------------------------------------------------------------
দৃশ্য
৪:
অভ্যন্তর
- বাড়ি - দিন
ফারজানা বেগম তার কোলের দিকে স্মিত
হেসে তাকিয়ে আছে। তার কোলে একটি শিশু কান্না
করছে।
Cut to
দৃশ্য
৫:
অভ্যন্তর
- মন্দির - দিন
আবির পুরো মন্দিরের
ভেতরটা আগ্রহ নিয়ে দেখছে। পুরোহিত পিছন পিছন
তাকে সঙ্গ দিচ্ছে।
Cut to
---------------------------------------------------------------------------------------------------------------------
দৃশ্য
৬:
অভ্যন্তর-
বাসা- রাত
বাবা ছেলে
রাস্তা দিয়ে হেটে বাসার দিকে আসছে। বাবা একটু বিষণ্ণ মনে ছেলেকে নিয়ে হাঁটছে।
তারা দুইজন গেট দিয়ে ঢুকে দরজার সামনে এসে বেল দেয়। একজন ৩০/৩২ বয়সে শাড়ি পরিহিত মহিলা দরজা খুলে সিরাজের ওয়াইফ ফারজানা
বেগম, তার ছেলে এবং জামাইকে দেখে খুশি হয় এবং ছেলেকে বুকের সাথে জড়িয়ে নেয়।
এইসময় লোকটি দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে বিষন্ন মনে এখান থেকে রুমে চলে যায়।
এটি দেখে মা আবিরকে প্রশ্ন করে,
---------------------------------------------------------------------------------------------------------------------
মা
কোথায় গিয়েছিলি তোরা
বাবা?
ছেলে
বাবা আমাকে একটা
মন্দিরে নিয়ে গেছিল মা।
জাহানারা
বেগম কথাটি শুনে নিশ্চুপ হয়ে যায় এবং তার চেহারায় বিষন্নতা দেখা দেয়।
Cut to
---------------------------------------------------------------------------------------------------------------------
দৃশ্য
৭:
অভ্যন্তর-
বাসা- রাত
ফারজানা বেগম তার ছেলেকে
কোলে নিয়ে ঘুমাচ্ছে, পাশে তার স্বামী। তার
চেহারা খুব বিমর্ষ। সে তাকিয়ে আছে, ড্রেসিং টেবিলে
ল্যাম্পের নিচে রাখা তাদের ফ্যামিলি
অ্যালবামের দিকে। যখন সে প্রথম মা হয়েছে তার সে হাসিমুখ ছবির ভেতর আটকে
আছে।
Cut to
---------------------------------------------------------------------------------------------------------------------
দৃশ্য
৮:
অভ্যন্তর-
বাসা - দিন
মা ছেলেকে পড়াচ্ছে। সেই সময় ঘরের বেল বেজে ওঠে,
মা
বলে তোর বাবা আসছে
হয়তো।
আবির
কথা শুনে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখতে পায়
সেই পুরোহিত লোকটি এবং জাহানারা বেগম রুম
থেকে উকি দিয়ে আবার রুমের ভিতর এসে বলে।
---------------------------------------------------------------------------------------------------------------------
মা
উনাকে বসতে বল বাবা
মা
বোরকা এবং নিকআপ পড়ে ড্রয়িংরুমে আসে। পুরোহিত তাকে জিজ্ঞাসা
করে,
---------------------------------------------------------------------------------------------------------------------
সিরাজ ভাই নেই?
মা
উনার তো এখনই আসার কথা
আপনি একটু বসুন চলে আসবে।
---------------------------------------------------------------------------------------------------------------------
এই
বলে আবিরের মা এখান থেকে রান্নাঘরে যায়
পুরোহিতের জন্য নাস্তা তৈরি করতে। আবিরকে
পন্ডিত পাশে বসা অবস্থায় মাথায় হাত দেয়। সিরাজ
সাহেব তখনই বেল দেয়। আবির উঠে দৌড়ে দরজা খুলে খুলে দেয়।
আবির
বাবা এসে গেছে
সিরাজ
সাহেব বাসায় প্রবেশ করেই পুরোহিতকে দেখতে পেয়ে হঠাৎ তার মনের মধ্যে একটি
যন্ত্রণাদায়ক কষ্ট তৈরি হয় কিন্তু সে হাসিমুখে বলে
---------------------------------------------------------------------------------------------------------------------
সিরাজ
আপনি কখন এসেছেন।
পুরোহিত
একটু আগেই।
---------------------------------------------------------------------------------------------------------------------
সিরাজ
সাহেব পাশের সোফায় গিয়ে বসেন এবং
বাচ্চাটি তার পাশে এসে গা ঘেসে বসে। অপরদিকে রান্নাঘরে শরবত গোলাতে গোলাতে জাহানারা বেগম ড্রইংরুমের দিকে বারবার লক্ষ
করছে এবং শরবতের পানি জোরে ঘুরানোর কারণে গ্লাসের উপর দিয়ে পড়ে যাচ্ছে। সে ভিতর
কথা বোঝার চেষ্টা করছে। একসময় তার হাত থেকে গ্লাসটি পড়ে ভেঙে যায় এবং গ্লাসের
পানি সারা রান্নাঘরে ছড়িয়ে পড়ে জাহানারা বেগম চুপচাপ হয়ে যায়।
Cut to
---------------------------------------------------------------------------------------------------------------------
দৃশ্য
৯:
অভ্যন্তর-
রাস্তা - দিন
ফাঁকা রাস্তা দিয়ে পুরোহিত
এবং আবির হেঁটে যাইতেছে। পুরোহিতের বাম হাতে
ব্যাগ এবং ডান হাত দিয়ে ছেলের বাম হাত ধরে রেখেছে দুইজন হেঁটে নিস্তব্ধ রাস্তা
দিয়ে চলে যাচ্ছে।
---------------------------------------------------------------------------------------------------------------------
Story Structure Analysis:
The
story, Genesis, falls under the cultural and religional category story and it
follows the classic story structure of three acts and six plot points.
Act 1:
In
the begainin I will like to introduce my protagonist and his normal life and
identity.
In
inciting incident part, I will introduce the first conflict where we will see
there is anither identity maybe my protagonist has. In here we will see that
inspite of being a Muslim child whose father is teaching the life style of a
Muslim his father also took him to a Mandir to a priest and the protagonist
also was being teaching Hindu religion culture too.
Now it’s
time for the plot points. In the first plot point, the
audience will ask questions why he is being send to mandir to preist inspite of
being a Muslim child.
Act 2:
After
returning the kid to his father and they will go back and the kis will go to
his mother and will say todays incident. The mother will get sad. Then the
Muslim parents sad look on the rooftop while the protagonist will be the second
plot.
Act 3:
After
settling the audience, now it is time for the major conflicting part of my
story, the pre-climax, and climax.
The
priest of the earlier will come to the house when the mother was teaching the
kid. The priest will look for the Muslim father of the protagonist. The mother
will get sad and angry at the same time. The Muslim father will come to the
house and start talking with the priest holding our protagonist and the mother
will repeatedly come to the kitchen door with very high tension and lastly will
break the glass. This is our pre-climax. That a very high intence decision
taken but mother has nothing to do.
Finally,
we will see our protagonist is going going away with the priest by walking on a
empty roads and the priest holding the childs hand and in another hand holding
a travel bag. It seems the child our protagonist maybe actually his child and
he is taking his child with him after being brought up by the Muslim parents.
Script Final Draft:
Genesis
রচনা
সামিন সালমান খান
Synopsis
একটি
মধ্যবিত্ত মুসলিম পরিবারে একটি আট-দশ বছরের একটি ছেলে “আবির” বেড়ে উঠছে। যে কিনা তার
বাবার ধর্মেকে অনুসরণ করছে। বাবা তাকে হিন্দু ধর্ম শেখানোর জন্য মন্দিরে পুরোহিতের
কাছে নিয়ে যাচ্ছে। ছোট পরিবারের জীবন খুব সুখে শান্তিতে যাচ্ছিল। হঠাৎ করে তাদের জীবনে
একটি পরিবর্তন আসে। পুরোহিত বাচ্চাটিকে নিতে আসে যে কিনা বাচ্চার আসল বাবা। সিরাজ সাহেবের
ওয়াইফ ফারজানা বেগম বাচ্চাটিকে দিতে অমত পোষণ
করে।এবং সে একটি মানসিক ট্রমায় মধ্যে পড়ে যায়।
Script
Fade
In
দৃশ্য ১:
বাহির-
মসজিদ- দিন
মসজিদের
মাইকে যোহরের আযান হচ্ছে।
আল্লাহু আকবার-আল্লাহু
আকবার
আল্লাহু আকবার-আল্লাহু
আকবার
আশহাদু-আল লা- ইলাহা
ইল্লাল্লাহ
আশহাদু-আল লা- ইলাহা
ইল্লাল্লাহ
আযান
শেষ হবার পরে মধ্যবয়স্ক একজন পাঞ্জাবি-পায়জামা টুপি পরা লোক, সিরাজ তার আট-নয়
বছরের ছেলে “আবিরকে” নিয়ে মসজিদের দিকে যাচ্ছে, সেও পাঞ্জাবি-পায়জামা টুপি
পরিহিত। মসজিদের সিঁড়িতে এসে দুইজন সেন্ডেল খুলে মসজিদের ভিতরে
প্রবেশ করে। বাবা সুন্নত নামাজ আদায় করছে আবির বসে আছে, বাবা যখন সেজদায় যায় তখন
আবির তাকে দেখে সেও সেজদায় যায়। সে বাবাকে অনুসরণ করতে থাকে। বাবা সালাম ফিরিয়ে
আবির দিকে তাকিয়ে একটি হাসি দেয়।
Cut to
দৃশ্য ২:
বাহির-
নৌকা- দিন
সিরাজ
সাহেব তার কোলে আবির কে নিয়ে নৌকাই বসে বিষণ্ণ মনে তাকিয়ে আছে। আবির অ বাবার কউলে বসে একি দিকে তাকিয়ে আছে। নৌকা পারে ভিরার পরে সিরাজ সাহেব আবিরকে নিয়ে নৌকা
থেকে নামবে।
দৃশ্য ৩:
বাহির-
মন্দির - দিন
বাবা
ও ছেলে হেঁটে হেঁটে একটা মন্দিরের গেট দিয়ে ডুকছে বাবার পরনে পাঞ্জাবি পাজামা টুপি
এবং ছেলে শার্ট প্যান্ট পরিহিত,
তারা গেট দিয়ে ডুকছে। এই মন্দিরের পুরোহিত তখন পূজা অর্চনা করে বের হচ্ছে তাদের
দেখতে পেয়ে তাদের কাছে এগিয়ে আসে। পাঞ্জাবি পরা লোকটি তাকে দেখে সালাম দেয় এবং পুরোহিত
নমস্কার বলে আবিরের মাথায় হাত বুলিয়ে দেয় এবং আবিরকে কাছে টেনে বুকে নিয়ে বাবা
টির দিকে তাকায়। বাবাটি ও তাকে দেখে একটি স্বাভাবিক স্বস্তির হাসিতে বলে।
বাবা
আসালামুয়ালাইকুম
পুরোহিত
নমস্কার
Cut to
দৃশ্য ৪:
অভ্যন্তর
- মন্দির - দিন
আবিরকে
নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করে। আবিরকে নিয়ে পুরোহিত প্রতিমার সামনে বসে। পূজারী আবিরকে পাশে বসিয়ে সে রাধাকৃষ্ণ এর প্রতিমার
পূজা করে আবিরের কপালে পূজার টিকা দিয়ে দেয়। আবির পূজার সময় প্রতিমার দিকে অবাক দৃষ্টিতে
তাকিয়ে থাকে।
Cut to
দৃশ্য ৫:
বাহির-
নদির ঘাট - দিন
সিরাজ সাহেব
ঘাটে বিষণ্ণ মনে বসে আছেন। পুরোহিত আবির কে নিয়ে আসবেন।
পুরোহিত
ভাই
সিরাজ সাহেব
আমরা তাহলে যাই
সিরাজ সাহেব
আবিরকে নিয়ে নৌকাই উঠে চলে যাবে।
Cut to
দৃশ্য ৬:
অভ্যন্তর-
বাসা- রাত
বাবা
ছেলে রাস্তা দিয়ে হেটে বাসার দিকে আসছে। বাবা একটু বিষণ্ণ মনে ছেলেকে নিয়ে হাঁটছে।
তারা দুইজন গেট দিয়ে ঢুকে দরজার সামনে এসে বেল দেয়। একজন ৩০/৩২ বয়সে শাড়ি পরিহিত
মহিলা দরজা খুলে সিরাজের ওয়াইফ জাহানারা বেগম, তার ছেলে এবং জামাইকে দেখে খুশি
হয় এবং ছেলেকে বুকের সাথে জড়িয়ে নেয়। এইসময় লোকটি দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে
বিষন্ন মনে এখান থেকে রুমে চলে যায়। এটি দেখে মা আবিরকে প্রশ্ন করে,
মা
কোথায় গিয়েছিলি
তোরা বাবা?
ছেলে
বাবা আমাকে একটা মন্দিরে নিয়ে গেছিল মা।
জাহানারা
বেগম কথাটি শুনে নিশ্চুপ হয়ে যায় এবং তার চেহারায় বিষন্নতা দেখা দেয়।
Cut to
দৃশ্য ৭:
অভ্যন্তর-
বাসা- দিন
আবির
তার খেলনা মোটরসাইকেল নিয়ে খেলছে বাসার ছাদে। ফারজানা বেগম এবং সিরাজ সাহেব পাশাপাশি
দারিয়ে বিষণ্ণমনে তার খেলা দেখছে।
Cut to
দৃশ্য ৮:
অভ্যন্তর-
বাসা - রাত
মা
ছেলেকে পড়াচ্ছে। সেই সময় ঘরের বেল বেল বেজে ওঠে,
মা
বলে তোর বাবা আসছে
হয়তো।
আবির
কথা শুনে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখতে পায় সেই পুরোহিত লোকটি এবং জাহানারা বেগম রুম
থেকে উকি দিয়ে আবার রুমের ভিতর এসে বলে।
মা
উনাকে বসতে বল বাবা
মা
বোরকা এবং নিকআপ পড়ে ড্রয়িংরুমে আসে। পুরোহিত তাকে জিজ্ঞাসা করে,
পুরোহিত
সিরাজ ভাই নেই?
মা
উনার তো এখনই আসার
কথা আপনি একটু বসুন চলে আসবে।
এই
বলে আবিরের মা এখান থেকে রান্নাঘরে যায় পুরোহিতের জন্য নাস্তা তৈরি করতে। আবিরকে পন্ডিত
পাশে বসা অবস্থায় মাথায় হাত দেয়। সিরাজ সাহেব তখনই বেল দেয়। আবির উঠে দৌড়ে দরজা
খুলে খুলে দেয়।
সিরাজ
সাহেব বাসায় প্রবেশ করেই পুরোহিতকে দেখতে পেয়ে হঠাৎ তার মনের মধ্যে একটি যন্ত্রণাদায়ক কষ্ট তৈরি হয় কিন্তু সে হাসিমুখে বলে
সিরাজ
আপনি কখন এসেছেন।
পুরোহিত
একটু আগেই।
সিরাজ
সাহেব পাশের সোফায় গিয়ে বসেন এবং বাচ্চাটি তার পাশে এসে গা ঘেসে বসে। অপরদিকে রান্নাঘরে
শরবত গোলাতে গোলাতে জাহানারা বেগম ড্রইংরুমের দিকে বারবার লক্ষ করছে এবং শরবতের পানি
জোরে ঘুরানোর কারণে গ্লাসের উপর দিয়ে পড়ে যাচ্ছে। সে ভিতর কথা বোঝার চেষ্টা করছে।
একসময় তার হাত থেকে গ্লাসটি পড়ে ভেঙে যায়
এবং গ্লাসের পানি সারা রান্নাঘরে ছড়িয়ে পড়ে জাহানারা বেগম চুপচাপ হয়ে যায়।
Cut to
দৃশ্য ৯:
অভ্যন্তর-
রাস্তা - দিন
ফাঁকা
রাস্তা দিয়ে পুরোহিত এবং আবির হেঁটে যাইতেছে। পুরোহিতের বাম হাতে ব্যাগ এবং ডান হাত
দিয়ে ছেলের বাম হাত ধরে রেখেছে দুইজন হেঁটে নিস্তব্ধ রাস্তা দিয়ে চলে যাচ্ছে।
Script Breakdown
Fade
In
দৃশ্য
১:
বাহির-
মসজিদ- দিন
মসজিদের মাইকে যোহরের আযান হচ্ছে।
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
আল্লাহু
আকবার-আল্লাহু আকবার
আল্লাহু
আকবার-আল্লাহু আকবার
আশহাদু-আল
লা- ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু-আল
লা- ইলাহা ইল্লাল্লাহ
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
আযান
শেষ হবার পরে মধ্যবয়স্ক একজন পাঞ্জাবি-পায়জামা
টুপি পরা লোক, সিরাজ
তার আট-নয় বছরের ছেলে “আবিরকে”
নিয়ে মসজিদের দিকে যাচ্ছে,
সেও পাঞ্জাবি-পায়জামা
টুপি পরিহিত। মসজিদের সিঁড়িতে এসে দুইজন সেন্ডেল খুলে মসজিদের ভিতরে প্রবেশ করে। বাবা সুন্নত নামাজ আদায়
করছে আবির বসে আছে, বাবা যখন সেজদায় যায় তখন আবির তাকে দেখে সেও সেজদায় যায়। সে
বাবাকে অনুসরণ করতে থাকে। বাবা সালাম ফিরিয়ে আবির দিকে তাকিয়ে একটি হাসি দেয়।
Cut to
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
দৃশ্য ২:
বাহির-
নৌকা- দিন
সিরাজ সাহেব
তার কোলে আবির কে নিয়ে
নৌকাই বসে বিষণ্ণ মনে
তাকিয়ে আছে। আবির অ বাবার কউলে বসে একি দিকে তাকিয়ে আছে। নৌকা পারে ভিরার পরে সিরাজ সাহেব আবিরকে নিয়ে নৌকা থেকে নামবে।
Cut
to
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
দৃশ্য
৩:
বাহির-
মন্দির - দিন
বাবা
ও ছেলে হেঁটে হেঁটে একটা
মন্দিরের গেট দিয়ে ডুকছে
বাবার পরনে পাঞ্জাবি
পাজামা টুপি এবং ছেলে শার্ট প্যান্ট পরিহিত, তারা গেট দিয়ে ডুকছে। আবির মন্দিরে প্রবেশ
করার সময় মন্দিরের পরিবেশ দেখে বাবাকে প্রশ্ন করছে।
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
এই
মন্দিরের পুরোহিত
তখন পূজা অর্চনা করে বের হচ্ছে তাদের দেখতে পেয়ে তাদের কাছে এগিয়ে আসে। পাঞ্জাবি পরা লোকটি তাকে দেখে
সালাম দেয় এবং পুরোহিত নমস্কার বলে আবিরের মাথায় হাত বুলিয়ে দেয় এবং আবিরকে কাছে
টেনে বুকে নিয়ে বাবা টির দিকে তাকায়। বাবাটি ও তাকে দেখে একটি স্বাভাবিক স্বস্তির
হাসিতে বলে।
বাবা
আসালামুয়ালাইকুম
পুরোহিত
নমস্কার
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
দৃশ্য
৪:
অভ্যন্তর
- মন্দির - দিন
পুরোহিত তার কথা শুনে খুশি হয়, আবিরকে নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করে। আবিরকে
নিয়ে পুরোহিত প্রতিমার সামনে
বসে। পূজারী আবিরকে পাশে বসিয়ে সে রাঁধা কৃষ্ণা পূজা করে আবিরের কপালে পূজার টিকা দিয়ে দেয়। আবির পূজার সময় প্রতিমার দিকে
অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে।
Fade In
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
দৃশ্য
৫:
দৃশ্য ৫:
বাহির-
নদির ঘাট - দিন
সিরাজ
সাহেব ঘাটে বিষণ্ণ মনে বসে আছেন। পুরোহিত আবির কে নিয়ে আসবেন।
পুরোহিত
ভাই
সিরাজ সাহেব
আমরা তাহলে যাই
সিরাজ সাহেব
আবিরকে নিয়ে নৌকাই উঠে চলে যাবে।
Cut to
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
দৃশ্য
৬:
অভ্যন্তর-
বাসা- রাত
বাবা
ছেলে রাস্তা দিয়ে হেটে বাসার
দিকে আসছে। বাবা একটু বিষণ্ণ মনে ছেলেকে নিয়ে হাঁটছে। তারা দুইজন গেট দিয়ে ঢুকে দরজার সামনে এসে
বেল দেয়। একজন ৩০/৩২
বয়সে শাড়ি পরিহিত মহিলা
দরজা খুলে সিরাজের ওয়াইফ
ফারজানা বেগম, তার ছেলে এবং
জামাইকে দেখে খুশি হয় এবং ছেলেকে বুকের সাথে জড়িয়ে নেয়। এইসময় লোকটি দরজা দিয়ে
ভিতরে প্রবেশ করে বিষন্ন মনে এখান থেকে রুমে চলে যায়। এটি দেখে মা আবিরকে প্রশ্ন করে,
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
মা
কোথায়
গিয়েছিলি তোরা বাবা?
ছেলে
বাবা আমাকে একটা মন্দিরে নিয়ে গেছিল মা।
জাহানারা
বেগম কথাটি শুনে নিশ্চুপ হয়ে যায় এবং তার চেহারায় বিষন্নতা দেখা দেয়।
Cut to
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
দৃশ্য
৭:
অভ্যন্তর-
বাসা- দিন
আবির
তার খেলনা মোটরসাইকেল নিয়ে
খেলছে বাসার ছাদে। ফারজানা বেগম এবং সিরাজ সাহেব পাশাপাশি দারিয়ে বিষণ্ণমনে
তার খেলা দেখছে।
Cut to
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
দৃশ্য
৮:
অভ্যন্তর-
বাসা - দিন
মা
ছেলেকে পড়াচ্ছে। সেই সময় ঘরের বেল বেজে ওঠে,
মা
বলে
তোর বাবা আসছে হয়তো।
আবির
কথা শুনে দৌড়ে গিয়ে দরজা
খুলে দেখতে পায় সেই পুরোহিত
লোকটি এবং জাহানারা বেগম রুম থেকে উকি দিয়ে আবার রুমের ভিতর এসে বলে।
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
মা
উনাকে
বসতে বল বাবা
মা
বোরকা এবং নিকআপ পড়ে
ড্রয়িংরুমে আসে। পুরোহিত
তাকে জিজ্ঞাসা করে,
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
পুরোহিত
সিরাজ
ভাই নেই?
মা
উনার
তো এখনই আসার কথা আপনি একটু বসুন চলে আসবে।
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
এই
বলে আবিরের মা এখান থেকে রান্নাঘরে
যায় পুরোহিতের জন্য নাস্তা
তৈরি করতে। আবিরকে পন্ডিত পাশে বসা অবস্থায় মাথায় হাত দেয়। সিরাজ সাহেব তখনই বেল দেয়। আবির উঠে দৌড়ে দরজা খুলে খুলে দেয়।
সিরাজ
সাহেব বাসায় প্রবেশ করেই পুরোহিতকে দেখতে পেয়ে হঠাৎ তার মনের মধ্যে একটি যন্ত্রণাদায়ক
কষ্ট তৈরি হয় কিন্তু সে হাসিমুখে বলে
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
সিরাজ
আপনি
কখন এসেছেন।
পুরোহিত
একটু
আগেই।
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
সিরাজ
সাহেব পাশের সোফায় গিয়ে
বসেন এবং বাচ্চাটি তার পাশে এসে গা ঘেসে বসে। অপরদিকে রান্নাঘরে শরবত গোলাতে গোলাতে জাহানারা
বেগম ড্রইংরুমের দিকে বারবার লক্ষ করছে এবং শরবতের পানি জোরে ঘুরানোর কারণে গ্লাসের
উপর দিয়ে পড়ে যাচ্ছে। সে ভিতর কথা বোঝার চেষ্টা করছে। একসময়
তার হাত থেকে গ্লাসটি পড়ে ভেঙে যায় এবং গ্লাসের
পানি সারা রান্নাঘরে ছড়িয়ে পড়ে জাহানারা বেগম চুপচাপ হয়ে যায়।
Cut to
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
দৃশ্য
৯:
অভ্যন্তর-
রাস্তা - দিন
ফাঁকা রাস্তা দিয়ে পুরোহিত এবং আবির হেঁটে যাইতেছে। পুরোহিতের বাম হাতে ব্যাগ এবং ডান হাত দিয়ে ছেলের
বাম হাত ধরে রেখেছে দুইজন হেঁটে নিস্তব্ধ রাস্তা দিয়ে চলে যাচ্ছে।
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Cast and Crew Profile:
Main Cast
Profile
Age:
22
Height:
5ft 6inch
Skin
Color: Dark
Eye
Color: Black
Name: Zidan
Age:
10
Height:
4ft
Skin
Color: Fair
Eye
Color: Black
Name:
Shaon
Khan
Age:
28
Height:
6 ft
Skin
Color: Dark
Eye
Color: Black
Name:
Mazed Ahmed
Age: 27
Height: 5ft
7inch
Skin
Color: Fair
Eye
Color: Black
Cast List
No. |
Name |
Character |
Phone no |
01 |
Rehnuma
Tabassum Suma |
Farzana
Begum |
+8801710328296 |
04 |
Zidan |
Abir |
+8801752154129 |
05 |
Shaon
Khan |
Siraj
Saheb |
+8801628512765 |
06 |
Purohit |
+8801933240315 |
Crew List
No. |
Crew name |
Position |
Contact |
01 |
Shamin
Salman Khan |
Director |
+8801681314482 |
02 |
Md. Hasanuzzaman |
Assistant
Director & Art
Director |
+8801627010782 |
03 |
Krishna Gopal Basak |
Cinematographer & Editor
|
01826043494 |
04 |
Istian
Bin Mohi |
Production
Manager & Line
Producer |
+8801674926532 |
05 |
Daiem
Rhaman |
2nd
Assistant Director |
+880624373695 |
06 |
Asif |
Production
Assistant |
+8801633265966 |
Location Report:
All the locations are in Mirpur and one is in Gabtoli, we
choose Gabtoli because there are lot of Mandir’s and we had easy access to
shoot there as our child actors father is the Commissioner there. Also because
our child actor lives in Gabtoli it is easy to shoot there.
Then for the indoor we chose the garage house of a building
in Mirpur. This house had two rooms one is the living room and another one is
bedroom and the house is furnished and we needed the same kind of house to
shoot our indoor scenes.
The location we choose are perfect for our script and our
budget because we had easy access.
Storyboard
Shooting Plan
Shooting plan
(Actor Base)
No. |
Location |
Scene No. |
Scene
Description |
Actor/Actress |
Date &
Time |
Remark |
01 |
Gabtoli |
2 |
EXT. |
Shaon Raiyan
Mazed |
09-05-22 (09:00
am) |
Mandir
Scene |
02 |
Rupnagar |
1 |
EXT. |
Shaon Raiyan |
09-05-22 (11:00
am) |
Mosque
Scene |
03 |
Mirpur |
3,
4, & 5 |
INT. |
Raiyan
Saira Shaon |
09-05-22 (1:00
pm) |
Home
Scene |
04 |
Mirpur |
6,
7, & 8 |
INT. |
Raiyan
Suma Shaon Mazed |
09-05-22 (03:00
pm) |
Home
Scene |
05 |
Mirpur |
9 |
EXT. |
Mazed Raiyan |
09-05-22 (05:00
pm) |
Boat
and Boat ghat scene |
Plan
for Shooting Date (09-05-22)
Time |
Location |
Scene no. |
Main Cast |
Supporting Cast |
Dress and
Props |
09:00
am |
Gabtoli |
2 |
Raiyan
Shaon Mazed |
|
Punjabi,
Paijama and sandals for Shaon & Raiyan, Ramabali and Dhuti for Mazed. Candles
and chandan paste for prayers |
11:00
am |
Rupnagar |
1 |
Raiyan
Shaon |
|
Punjabi-paijama
two set for Shaon and Raiyan |
Plan for
Shooting Date (09-05-22)
Time |
Location |
Scene no. |
Main Cast |
Supporting Cast |
Dress and
Props |
1:00
pm |
Mirpur |
3,
4, & 5 |
Suma Raiyan
Shaon |
|
Paijama-Punjabi,
sandals, t-shirt, lungi, salwar kamiz, sandals. Toy
motorcycles, |
Plan for Shooting
Date (09-05-22)
Time |
Location |
Scene no. |
Main Cast |
Supporting Cast |
Dress and
Props |
03:00
pm |
Mirpur |
6,
7, & 8 |
Raiyan
Suma Shaon Mazed |
|
T-shirt,
lungi, salwar kamiz, sandals, Dhuti, fatua, shawl. Books,
bags, glasses, Hijab, |
05:00
pm |
Mirpur |
9 |
Mazed Raiyan |
|
T-shirt,
lungi, sandals, Dhuti, fatua, shawl. Travel
bag |
Production Design
Probable Budget
Budget 22-04-2022
|
Description |
Coordinator |
Unit |
Total Unit |
Unit Price |
Total |
Pre-production |
Lunch, Evening Snack, Dinner Print, Props Line
Producer’s Payment Production-Manager’s Payment Production Assistant’s Payment |
Istian Bin Mohi |
1 1 1 1 |
1 1 1 1 |
1000 500 200 1000 5000 3000 1000 |
|
|
|
|
|
|
11,700 |
11,700 |
Production |
food, Light, Camera, Transport and others Director’s Payment Assistant Directors Payment 2nd Assistant Directors Payment Cinematographer’s Payment |
Istian Bin Mohi |
1 1 1 1 1 |
1 1 1 1 1 |
2,000 3,000 1,000 1,000 10000 5000 3000 8000 |
|
|
|
|
|
|
33,000 |
33,000 |
Post production |
Panel rent & Editor’s payment Color, Sound |
Krishna Gopal Basak |
|
|
5,000 5,000 5,000 |
|
|
|
|
|
|
15,000 |
59,700 |
Total
Expenditure
Pre-production
Sl no |
Name |
Amount |
1.
|
Food |
200 |
2.
|
Transport |
200 |
3.
|
Props |
100 |
|
Total
|
500 |
Production
Sl no |
Name |
Amount |
1. |
Snacks |
500 |
2. |
Transport |
1000 |
3. |
Food |
1500 |
4. |
Props |
500 |
5. |
Reflector |
200 |
|
Total
|
3,700 |
Post Production
Sl
no |
Name
|
Amount
|
1. |
Food
|
150 |
2. |
Transportation |
150 |
|
TOTAL |
300 |
TOTAL Expense
01 |
Pre-production |
500 |
02 |
Production day |
3,700 |
03 |
Post production |
300 |
|
Grand Total |
4,500 |
Rehearsal Report:
We started doing the rehearsal for our film one week before
our production. While we were doing our
rehearsal we came up with some new ideas as well as problems. The new ideas we
came up with that we will do some scenes in one take shot rather than doing
multiple shots. The problem we faced was a place for doing our rehearsal
smoothly. We did our rehearsal in the basement of ULAB B Campus basement. As it
was the month of Ramadan we couldn’t got the proper time to rehearsal there.
And also bring the actors for rehearsal was also a hectic. But more or less we
had to do it for a better production of our film. So we maintain the production
design like call time for our actors and transportation for rehearsal too.
But we did our rehearsal one day we did the rehearsal with
our female character who did very well in the rehearsal and followed the instruction
of the director properly.
Our camera work and team combination also got a good
rehearsal through this rehearsal as we all are working together first time.
We were also faced the lack of light and sound but we were
focused on the acting and the team combination part. As we were facing the problem of location for
rehearsing so web couldn’t do the child actors rehearsal but we are trying to
do that before our production. Also we day 01 one actor rehearsed and two of
crew member did the proxy of other actors and others did the direction and
cinematography part. Day 02 we did the vice versa one actor did the rehearsal
and two members who did direction and cinematography did proxy of the other
actors. It was a very entertaining experience for us and also a good learning.
https://drive.google.com/drive/folders/13RQ724Olo_aJJa1-xIu5ITpPVi-0rPJB?usp=sharing
Credit Line:
No. |
Name |
Designation |
1. |
Rehnuma
Tabassum Suma |
|
2. |
Sarkar
Raiyan |
|
3. |
Shaon
Khan |
Cast |
4. |
Mazed
Ahmed |
|
|
Crew |
|
5. |
Shamin
Salman |
Director
and writer |
6. |
Mohammed
Hasanuzzaman |
1st
Assistant Director |
7. |
Krishna Gopal Basak |
Cinematographer
|
8. |
Istian
Bin Mohi |
Line
Producer |
9. |
Daiem
Rahman |
2nd
Assistant Director |
10. |
Asif |
Production
Assistant |
11. |
Mohammed
Hasanuzzaman |
Art
Director |
12. |
Krishna Gopal Basak |
Editor |
13. |
Istian
Bin Mohi |
Production
Manager |
14. |
Istian
Bin Mohi |
Casting
Director |
15. |
Daiem
Rahman |
Camera
operator |
16. |
Mohammad
Shazzad Hossain |
Executive
Producer |
Logsheet:
Production Stills:
Pre-Production:
Description: Work
on the final draft of the script going
Production:
Description: Morning
shoot the Mosque scene from the outside window
Description: Director
briefing about scene of the mosque
Description: After
the boat scene crew are getting back to the shore
Description: COSTUME AND MAKE UP going on for the living
room scene
Description: Before the living room scene a little break
time
Description: Some fun moment during the living room scene
Description: The
kitchen scene shoot is going on
Description: The mosque cene outdoor shoot is going on
Description: Cinematographer
setting the headphone for the sound check
Description: The
Mondir scene shoot going on. 2nd AD amaintaining the log sheet
Description: The mosque inoor shoot going on. Line producer
handeling the reflector
Description: A
long brief by the director to the crew members and the artists before the day
long shoot.
Post Production:
Description: Editng of the film is going on by the editor
and the director in the editing Panel.
Description: Editing panel scene 2 is getting edited
Description: Prodution
book is getting ready by the line producer
Individual Reaction Paper with peer assessment
Genesis Story was written by Salman Bhai. Although we
wanted to work on another story at first after getting Salman Bhai's story it
seemed that it would be very interesting. And since it is classwork, I can make
your shooting process very easy. In his story, Salman Bhai wants to show how
deep the relationship between a boy and his parents can be. And she has given
special importance to the mother's feeling that her son will leave. We would
get together almost every day for our script development and think about how to
make our script more interesting.
Script Development We then rehearse where we experiment
to see how acting, and our camera movement evoke emotions. Hassan was our fast
assistant director. Seats played an important role in script development. The
emotion that we wanted to work with was developed by Hasan and Salman Bhai
together. And Hassan manages our mother's character who was not the first
character before, and we rehearse our shoot with her. But due to the problem of
the girl's education, she could not shoot with us, and instead, another one was
given the character of a mother. Script Development Then we start our
production design where we faced many problems like a cast, location, lights,
camera equipment, and sound equipment. We just had our camera and everything
else was managed by our line producer Isti Bhai. But after managing everything,
when we fixed the day for the shoot, it was Eid off for all our cast Eid who
went home. We couldn't manage any of the efforts and in the end, it was decided
to make our suit after Eid.
Then we start our suit on the 8th of May. Since we start
shooting as soon as we arrive at the end of the Eid holidays, there is a
special problem with our location. Later we plan the alternative. And in a moment,
everything is resolved. Since the student project, our cast was not professional,
so we have a lot of problems with acting. The biggest problem is that we had a
little kid character here as a boy. He can be shot with the child all day long,
but at night he says he will not shoot. Even after explaining a lot to him, he
was not agreeing. When we waited 2 hours and decided to leave, the baby boy's
father persuaded him again and we started shooting again.
After all, we sit down to edit. Our editor Hasan didn't
like the fast draft that we prepared there, so he modified it. And trying to
keep some cut shots. Although there was a lot of argument with him about it,
even after showing our summary, Sir said to re-edit the movie. And the ratio we
thought and shot in the edit panel was also changed so that we didn't have any
short division maintenance.
Bad Side: The
worst part of our production was watching everyone get lost in the middle of
the dress. Everything was abnormal before lunch break but it became normal
again after the lunch break.
Good Side: I
think the best aspect of the production is the crisis management that we have
been able to do despite many problems and being able to be a team at the end of
the day.
Peer Assessment:
Shamin Salman Khan: Directed by Salman Bhai, this is his first short
film. As a director, it was a matter of learning. So even if we face a lot of
problems because of that, we can overcome them. Point was that he knew very
well what he wanted. Last but not least, the headline made you read this
article. But his big problem is that he is very confused. However, we managed
to finish our short film in the right way by using his confusion to the end.
Istian Bin Mohi: Mohi Bhai was our line producer and production manager.
Her role was very important from the beginning to the end of the shooting as
she manages the cast and manages the location on her responsibility and manages
everything we need for the shoot. Although I was a cinematographer, he managed
the camera lens light for the cinematography.
Md. Hasanuzzaman: Hassan was our fast assistant director. Seats
played an important role in script development. The emotion that we wanted to
work with was developed by Hasan and Salman Bhai together. And Hassan manages
our mother's character who was not the first character before, and we rehearse
our shoot with her. But due to the problem of the girl's education, she could
not shoot with us, and instead, another one was given the character of a
mother. But Hasan's behavior during the shoot was different. He was working at
the end of the day and was very anxious. Which disrupted our shooting. At one
point in the middle, Hasan left the shoot. And joins us again in the evening.
Hasan's job was to help the director. But he tries to
express his thoughts there. And then again he gets stunned and sits quietly in
one place and does no more work. Even when it comes to the panel, Hasan has to
face some problems. Hasan's sense of sound is very good. She designs very nice
sounds. Even after coming to the edit panel, Hasan has to face some problems.
Hasan's sense of sound is very good. She designs very nice sounds. But we are
not satisfied with his edit. At first, it was my responsibility to edit but
Hasan started editing there on his own.
The way I edited it and came back to see that the whole
opposite is not in the right place. And he was not editing according to the
director. And at the end of the day, we have a lot of corrections for his edits
and we have to correct them again.
Comments
Post a Comment