ইউএন আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস’ উপলক্ষে ইউল্যাবে ক্রিকেট ম্যাচ - Bangla For Media

 

ইউএন আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস’ উপলক্ষে  ইউল্যাবে ক্রিকেট ম্যাচ

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ‘ইউএন আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস’ উপলক্ষে বাংলাদেশ জাতীয় হুইলচেয়ার ক্রিকেট দলের (লাল ও সবুজ দল) মধ্যকার একটি টি-টোয়েন্টি প্রীতি ম্যাচের আয়োজন করে । এই ম্যাচের মধ্যদিয়েই বিশ্ববিদ্যালয়টি ‘ইউএন আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস’ উদযাপন করে।

প্রীতি ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউল্যাবের রেজিট্রার অধ্যাপক আখতার আহমেদ ও ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য। এ সময় ইউল্যাবের ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্যের হাতে অফিসিয়াল জার্সি তুলে দেন লাল দলের অধিনায়ক মোহাম্মদ মহসিন এবং ইউল্যাব এর রেজিট্রার অধ্যাপক আখতার আহমেদের হাতে জার্সি তুলে দেন সবুজ দলের অধিনায়ক নূর নাহিয়ান।

টস জিতে সবুজ দলের অধিনায়ক ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। লাল দল ৫ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৪২ রান তোলে। জবাবে, সবুজ দল ৭ উইকেট হারিয়ে ১৮ ওভারে জয় তুলে নেয়। নূর নাহিয়ানের দলটি ৩ ইউকেটে ম্যাচ জিতে নেয়।

খেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক বক্তব্য রাখেন। তিনি বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন। এ সময় দুই দলের অধিনায়কের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ইউল্যাবের রেজিট্রার অধ্যাপক আখতার আহমেদ ও মিডিয়া ব্যক্তিত্ব আদনান ফারুক হিল্লোল।বাংলাদেশ জাতীয় হুইলচেয়ার ক্রিকেট দলের পক্ষ থেকে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হকের হাতে শুভেচ্ছা স্বারক তুলে দেন বাংলাদেশ জাতীয় হুইলচেয়ার ক্রিকেট দলের ম্যানেজার ও ইন্টারন্যাশনাল কাউন্সিল অব হুইলচেয়ার ক্রিকেটের সিইও মাহবুবুর রহমান পলাশ।

ইউল্যাবের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ আগত অতিথিরা খেলা উপভোগ করেন।




T20 Friendly Match (ULAB) - Bangladesh National Wheel Chair Cricket Team Promo

Comments

Popular posts from this blog

Tangail Saree - A interview with Uttam Basak - Introduction to Journalism

Polythene Future - Convergence Communication 1

Cinema Studies Final Term Paper